কখন একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন?
প্লাস্টিক সার্জারী নিয়ে সমাজে এক ধরনের বিভ্রান্তি প্রচলিত আছে। টেলিভিশন ও অন্যান্য মিডিয়ায় প্লাস্টিক সার্জারীর যে বিষয়টি বেশি বেশি প্রচার করা হয় সেটি হল- সৌন্দর্য বর্ধন বা এসথেটিক সার্জারী। অথচ সৌন্দর্য বর্ধন বা এসথেটিক সার্জারী প্লাস্টিক সার্জারীর সুবিশাল পরিধির একটি অংশ মাত্র।
প্লাস্টিক সার্জারীর যে অংশটি বেশি স্থান জুড়ে রয়েছে সেটি হল রিকনস্ট্রাকটিভ বা পুনর্গঠন সার্জারী। শরীরের যে কোন ধরনের বিকৃতি বা বিকলাঙ্গতা সৃষ্টি হলে বা কোন অঙ্গ অসার হলে বা কোন অংশের কর্মক্ষমতা বাড়াতে হলে রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন এর প্রয়োজন হয়। আর তখন একজন প্লাস্টিক সার্জনই কেবল সেটি সুচারু রুপে সম্পন্ন করতে পারেন। কাজেই শুধু মাত্র সৌন্দর্য বর্ধন নয়, শরীরের কোন অংশ রিকনস্ট্রাকশন বা পুনর্গঠনের প্রয়োজন হলে আপনি নির্দিধায় একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন।
আমাদের এখানে প্রদেয় সেবা সমূহঃ
১। আগুনে পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা
২। পোড়া জনিত ক্ষত এবং পরবর্তীতে সৃষ্ট শারীরিক বিকলাঙ্গতার চিকিৎসা
৩। যে কোন দুর্ঘটনায় সৃষ্ট ক্ষত, দুর্ঘটনা পরবর্তী সময়ে সৃষ্ট বিকলাঙ্গতার চিকিৎসা
৪। কাটা ছেঁড়া, বা অপারেশন পরবর্তী সৃষ্ট দাগ অপসারণ (হাইপারট্রোফিক স্কার, কিলয়েড) এবং অসুন্দর দাগ সংশোধন
৫। ডায়বেটিস জনিত কারণে সৃষ্ট পায়ের ক্ষত ও অন্যান্য জটিল ক্ষতের আধুনিক চিকিৎসা
৬। প্রেসার সোর বা বেড সোর (শয্যা ক্ষত) এর আধুনিক চিকিৎসা
৭। ত্বকের বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার বা ক্যান্সার (BCC, SCC, MM) এর চিকিৎসা
৮। বিভিন্ন জন্মগত ত্রুটি যেমন, ঠোট কাটা, তালু কাটা, জোড়া লাগা আঙ্গুল, এক বা একাধিক অতিরিক্ত আঙ্গুল ইত্যাদি রোগের চিকিৎসা
৯। মহিলাদের স্তনের বিভিন্ন ধরনের অসুখের চিকিৎসা যেমন, স্তন টিউমার, ক্যান্সার, ক্যান্সার এর জন্য স্তন কেটে ফেলার পর পুনর্গঠন, স্তনের আকৃতির পরিবর্তন যেমন বড় স্তন ছোট বা ছোট স্তন বড় করা, ঝুলে যাওয়া স্তন এর পুনর্গঠন, পেটের অতিরিক্ত চর্বি অপসারন, ভেন্ট্রাল হার্নিয়া, এবডোমিনোপ্লাস্টি ইত্যাদি
১০। পুরুষদের বড় হয়ে যাওয়া স্তন (গাইনেকোমাশিয়া) এর দাগহীন সার্জারী
১১। হাতের টেন্ডন, বা নার্ভের সমস্যার চিকিৎসা
১২। সৌন্দর্য বর্ধনের জন্য প্রয়োজনীয় যে কোন ধরনের সার্জারী।
With access to
24 Hour
Emergency
Assistance
A small river named Duden flows by their place and supplies it with the necessary regavelialia. It is a paradise.